জলঢাকায় প্রাইমারি ফুটবল লীগে টেংগনমারি ক্লাস্টার চ্যাম্পিয়ন
https://www.obolokon24.com/2022/04/jaldhaka_01167162097.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে ১ম আন্তঃক্লাস্টার প্রাইমারী ফুটবল লীগে টেংগনমারি ক্লাস্টার শিক্ষক একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠের ফাইনাল খেলায় তারা টাইব্রেকারে ৫--৪ গোলে বালাগ্রাম ক্লাস্টার শিক্ষক একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এর আগে নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র ছিল। জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, নীলফামারী লেডিস ক্লাবের সভাপতি ফারজানা বিনতে আজিজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, ইউএনও পত্নী ফারজানা সুলতানা পলি, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ প্রমূখ। ১৬ দিনব্যাপী শিক্ষকদের এই ক্রীড়া উৎসবকে ঘিরে উপজেলার শিক্ষক ও ক্রীড়ামোদী মানুষের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়। এছাড়াও ফাইনাল খেলা দেখতে মাঠ ভর্তি দর্শক টুর্নামেন্টকে আরো আকর্ষনীয় করে তোলে। টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল কবীর রতন জানান, শৌলমারী ক্লাস্টার শিক্ষক একাদশ ১--০ গোলে গোলনা ক্লাস্টার শিক্ষক একাদশ কে পরাজিত করে ৩য় স্থান অধিকার করে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে টুর্নামেন্টে ৮টি ক্লাস্টার শিক্ষক ফুটবল একাদশ অংশগ্রহণ করে।###