চিলাহাটি সরকারী কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 


নিজস্ব প্রতিনিধি.
স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে নীলফামারী জেলার চিলাহাটি সরকারি কলেজে বার্ষিক ও ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২ এপ্রিল) কলেজ মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি  হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন । কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিলাহাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ ইদ্রিস মিঞা, দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ তোফাজ্জুর রহমান, ডোমার থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক। উক্ত অনুষ্ঠানে চিলাহাটি সরকারি কলেজের প্রভাষকগণ তাদের বক্তব্যে কলেজের বিভিন্ন সমস্যার দিকগুলো তুলে ধরে নিরসনের জন্য অনুরোধ জানান।  প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অফতাব উদ্দিন সরকার বলেন,“শিক্ষার্থীদের শুধু পড়াশোনা করলে হবে না পড়াশোনার পাশাপাশি আলোকিত মানুষ হিসেবে শিক্ষার্থীদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে।” তিনি আরও বলেন, “আগামীতে চিলাহাটি উপজেলা হিসেবে আত্মপ্রকাশ করবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নত দেশের কাতারে দাড়িয়ে আছে।” তিনি চিলাহাটি সরকারী কলেজের সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য আশাবাদ ব্যক্ত করেন এবং ছাত্র-ছাত্রীদেরকে লেখাপড়ায় মনোযোগী হতে পরামর্শ প্রদান করেন।

প্রধান অতিথি চিলাহাটি সরকারি কলেজের দ্বিতল ভবন মসজিদ নির্মানের ফলক উন্মোচন করেন। 

এছাড়া নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি  হিসেবে উপস্থিত থেকে মুক্তিরহাট উচ্চ বিদ্যালয়, কাঁঠালতলী উচ্চ বিদ্যালয় ও গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্মানাধীন ভবন, শহীদ মিনার ও রাস্তার শুভ উদ্বোধন করেন। অপরদিকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাকে ক্রেস্ট প্রদান করা হয়।


পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 1199338707242060423

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item