জলঢাকায় বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র নাথ রায়ের জীবনাবসান
https://www.obolokon24.com/2022/04/blog-post_62.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র চন্দ্র রায় (৭৫) পরলোকগমন করেছেন। আজ মঙ্গলবার সকালে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র নাথের ছেলে ধীরাজ রায় জানান, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট সহ নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি উপজেলার খুটামারা ইউনিয়নের ৯নং ওয়ার্ড পুর্ব খুটামারা এলাকার মৃত গেংলা বর্মণের ছেলে। বিকালে রাস্ট্রিয় মর্যাদা শেষে তাকে স্থানীয় ভাটারপাড় শ্মশানে দাহ করা হয়। বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র নাথ রায় স্ত্রী, ১ ছেলে ও ৩ জন মেয়ে সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রাস্ট্রিয় মর্যাদায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জলঢাকা উপজেলা আহবায়ক আসাদুজ্জামান স্টালিন, বীর মুক্তিযোদ্ধা শ্রীবাস রায় সহ উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার অগণিত মানুষ। এই বীর সন্তানের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছে স্থানীয় সংসদ সদস্য মেজর (অব) রানা মোহাম্মদ সোহেল, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল ও কেন্দ্রীয় যুবলীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল সহ সর্বস্তরের মানুষ।