৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ সদর উপজেলার উদ্যোগে স্বাধীনতা দিবসে পুষ্প অর্পণ
https://www.obolokon24.com/2022/03/rangpur_0746028997.html
এসএম রেদোয়ান বিন সেলিম রুহিত, পাগলাপীর ঃ মহান স্বাধীনতা দিবস ২০২২ইং উপলক্ষ্যে রংপুর সদর উপজেলার লাহিড়ীরহাটে (বদ্যভূমি) শহীদ মিনারে ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ রংপুর সদর উপজেলা কমিটির উদ্যোগে পুষ্প অর্পণ, দোয়া মাহফিল ও এক মিনিট নিরবত পালন সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ জেলা কমিটির সম্মানিত সভাপতি ও কেন্দ্রীয় কমিটি মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন। অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ৭১ এর সহযোগী মুক্তিযুদ্ধ পরিষদ জেলার সভাপতি ও কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন বলেন ১৯৭১ সালের ২৬শে মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে বীর বাঙ্গালি জাতির গৌরব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নয় মাস সংগ্রাম ও মুক্তিযুদ্ধ করে ত্রিশ লক্ষ্য শহীদের রক্ত আর আড়াই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে ১৬ই ডিসেম্বর স্বাধীনতা লাভ করে। বীর বাঙ্গালি ও সহযোগী মুক্তিযোদ্ধার সহযোগিতা ছাড়া নয় মাসের মধ্যে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজয় করা সম্ভব হত না। তাই মাননীয় প্রধানমন্ত্রী ও জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে জোড় দাবী ৭১এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদকে সরকারি করণ ও অতিসত্তর গেজেট প্রকাশ করার জোড় দাবী জানান তিনি। সইে সঙ্গে বীর বাঙ্গালিকে আহবান করি মুক্তিযুদ্ধের চেতনাকে ঘরে ঘরে জাগ্রত করে তোলার আহবান জানান তিনি। সভাপতির বক্তব্যে সদর উপজেলা কমিটির সম্মানিত সভাপতি রমাকান্ত তার সমাপনী বক্তব্য রেখে অনুষ্ঠান সমাপ্ত করেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন সাধারন সম্পাদক বঙ্কিত প্রসাদ রায়, সহ সভাপতি অতুল প্রসাদ রায়, মোঃ আব্দুল করিম, সচিন, কার্তিক, হেমন্ত চন্দ্র বর্মন সহ আরও অনেকে।