পাগলাপীরে অগ্রণী ব্যাংকের মুজিব জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবসে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা


এসএম রেদোয়ান বিন সেলিম রুহিত, পাগলাপীর  ঃ
“বঙ্গবন্ধুর আদর্শ ও স্বাধীনতার চেতনা আলোকিত করুক প্রতিটি দুয়ার” এই প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে জমকালো অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো রংপুর সদর উপজেলার পাগলাপীরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী (১৭ মার্চ) ও মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ-২০২২ইং)। মুক্তিযুদ্ধ বিষয়ক শিশু চিত্রাঙ্কণ ও কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা। বুধবার দুপুর ১২টায় অগ্রণী ব্যাংক লিমিটেড পাগলাপীর বাজার এজেন্ট ব্যাংকিং শাখার ব্যবস্থাপনায় পাগলাপীর স্কুল ও কলেজ মিলানায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী ও আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে অগ্রণী ব্যাংক  লিমিটেড রংপুর অঞ্চল প্রধান (ডিজিএম) মোঃ শেখ আকরাম উদ্দিন, বিশেষ অতিথি রংপুর শাখার ব্যবস্থাপক (এজিএম) আরিফুল ইসলাম, পাগলাপীর স্কুল ও কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন, অগ্রণী ব্যাংক লিমিটেড রংপুর শাখার সিভিএ নেতা ছুরমান আলী, অগ্রণী দুয়ার ব্যাংকিং (বিডিএক্স) পলাশ কুমার সিংহ, আমন্ত্রিত অতিথি পাগলাপীর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও আহবায়ক হাবিবুর রহমান সেলিম, দৈনিক বাংলা ৭১ ও সময়ের কন্ঠস্বর এর গাইবান্ধা জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, সভাপতিত্ব করেন পাগলাপীর স্কুল ও কলেজের সহকারী প্রধান আনোয়ারুল হক চাঁন, শুভেচ্ছা বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক লিমিটেড পাগলাপীর বাজার এজেন্ট ব্যাংকিং শাখার এজেন্ট মেসার্স চৌধুরী ট্রেডার্স এর প্রোপাইটর রায়হান চৌধুরী সাগর, এজেন্ট সুপারভাইজার ফাহিম শাহরিয়ার জয় ও এজেন্ট ট্রেলার মোছাঃ আইরিন শেখ সহ স্থানীয় সুধীবৃন্দ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী পাগলাপীর স্কুল ও কলেজের নবম শ্রেণির ছাত্র শাহিন মিয়া (১ম), সপ্তম শ্রেণির ছাত্রী তামিমা (২য়), ষষ্ঠ শ্রেণি ছাত্রী শিলা মনি (৩য়) ৩ বিজয়ীর হাতে পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে অগ্রণী ব্যাংক লিমিটেড রংপুর অঞ্চল প্রধান শেখ আকরাম উদ্দিন জাতির জনক বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও ৩০ লক্ষ্য শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বলেন অগ্রণী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখায় বিদ্যুৎ বিল জমা, টাকা জমা ও উত্তোলন, ঋণ বিতরণ, কিস্তি সংগ্রহ, অনলাইন সার্ভিস (যে কোন শাখায়), বিভিন্ন ভাতা বিতরণ (কৃষক, শ্রমিক, বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা), সঞ্চয়ী, চলতি, এসএনডি, সুপারসের্ভিংস, স্কুল ব্যাংকিং ও করপোরেট হিসাব, ডিপিএস সহ নানা সেবা প্রদান করা হয়ে থাকে। 


পুরোনো সংবাদ

রংপুর 8306553223515157760

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item