নীলফামারীতে ধর্ষকের যাবজ্জীবন


নীলফামারী প্রতিনিধি॥
নীলফামারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় সিরাজুল ইসলাম (৫৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে। আজ সোমবার(২৮ মার্চ) দুপুরে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (২) বিজ্ঞ বিচারক মো. মাহাবুবার রহমান ওই আদেশ প্রদান করেন। দন্ডিত সিরাজুল ইসলাম ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের দক্ষিণ ঝাড়সিংহেশ^র গ্রামের জাবেদ আলীর ছেলে। 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৯ মালের ১০মার্চ দুপুরে ঝাড়সিংহেশ^র গ্রামের একটি ভুট্টা ক্ষেতে দক্ষিণ ঝাড়সিংহেশ^র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন সিরাজুল ইসলাম। এ সময় মেয়েটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে পালিয়ে যায় ধর্ষক। পরে রক্তাত্ব অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পর দিন ডিমলা থানায় মামলা করেন ছাত্রীর বাবা নূর ইসলাম (মামলা নং ১১৩/১৯)। মামলাটির তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ সোমবার দুপুরে ওই দন্ডাদেশ প্রদান করেন বিজ্ঞ বিচারক। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী রামেন্দ্র নাথ বর্ধণ জানান, আসামীর উপস্থিতিতে বিজ্ঞ বিচারক রায় ঘোষণা করেন। রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। মামলার পর থেকে আসামী জেলা কারাগারে আটক আছেন। #


পুরোনো সংবাদ

নীলফামারী 8303464769952311220

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item