কিশোরগঞ্জে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
https://www.obolokon24.com/2022/03/kisargang_0776622276.html
মোঃ শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতাঃ নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে ৩১ বার তপধ্বনির মাধ্যমে দিবসের সুচনা হয়। পরে সুর্যদ্বয়ের সাথে সাথে কিশোরীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যলে পুষ্পমাল্য অর্পন করা হয়। সেখানে উপজেলা আওয়ামীলীগ, বিএনপি,জাতীয়পার্টি, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনেতিক এবং সামাজিক সংগঠন সরকারী বেসরকারী শিক্ষাপ্রতিষ্টান পুষ্পমাল্য অর্পন করে। সকালে কিশোরগঞ্জ ষ্টেডিয়াম মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন কুচকাওয়াজ প্রদর্শন করেন। এবং দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নুরই আলম সিদ্দিকীর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা পরিবার বীর মুক্তিযোদ্ধাগনের মুক্তিযুদ্ধকালিন সময়ে স্নৃতিচারন ও সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো: আবুল কালাম বারী পাইলট, বিশেষ অতিথি সহকারী কমিশনার ভুমি সানজিদা বেগম, কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শরীফ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা বেগম , উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন বাবুল, সম্পাদক মশিয়ার রহমান প্রমুখসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।