ডোমারে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে জানো প্রকল্প আয়োজিত উপজেলা পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৯মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনা শবনম এর সভাপতিত্বে অতিথি হিসাবে সহকারী কমিশনার ভুমি জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার শাহাজাদী, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রোকসানা আফরোজ মনি, সমন্বয় কমিটির সদস্য সচিব ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক, জানো প্রকল্পের এফও নুর ইসলাম বাবু, ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজুল ইসলাম কালু, বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হাবিব বাবু প্রমূখ  বক্তব্য রাখেন। জয়েন্ট এ্যাকশন নিউট্রশন আউটকাম (জানো) প্রকল্প ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অষ্ট্রিয়ান ডেভেলপমেন্ট কর্পোরেশন সহায়তায় কেয়ার ইন্টারন্যাশনাল এবং প্লান ইন্টারন্যাশনাল এর সহযোগিতা বে-সরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) অধিনে উক্ত প্রকল্পের আওতায় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা জানো প্রকল্পের উদ্যোগে উপজেলার প্রকল্পের আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ টি এবং একটি মডেল ইউনিয়নে হ্যান্ড ওয়াশিং স্থায়ী ষ্টেশন স্থাপন করা হবে। এছাড়াও তিনি ২০২১-২২ অর্থ বছরের বার্ষিক পুষ্টি পরিকল্পনার অগ্রগতি বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন। উপজেলায় সাধারণ মানুষের মধ্যে পুষ্টিহীনতা দূর করণে সরকারের পাশাপাশী স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মিলে স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়ন বিষয়ে নিরলস ভাবে কাজ করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে।


পুরোনো সংবাদ

নীলফামারী 4414458851970075484

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item