কিশোরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৩০ টি বসতঘর, ৪টি গরু ,১১ টি ছাগল ছাই ,আহত দুই


মো: শামীম হোসের বাবু,কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদাতা:
ভয়াবহ অগ্নিকান্ডে ১৬ টি পরিবারের ২০ টি বসতঘর ৬ টি গরু, ১৮ টি ছাগল নগদ টাকাসহ ঘরে রক্ষিত মালামাল পুরে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সারে তিনটার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর তেলিপাড়া গ্রামে। এসময়   আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে  আবদুল্লাহ (১৫) ও মিথুন (১১) নামে দুই শিশু গুরত্বর আহত হয়। আহতদের কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার কারনে আরো বড় ধরনের দৃর্ঘটনা থেকে রক্ষাপায় গ্রামবাসী।  


প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে,  বুধবার রাত সারেতিনটার দিকে নিতাই ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মনেরা মামুদের ছেলে লতিবর রহমানের ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুত্বের মধো আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পরে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই ১৬ টি পরিবাবের ২০ টি বসতঘর, ৮ টি রান্নাঘর, ১১ ছাগল, ৪ টি গরু,  নগদ ৪৫ হাজার টাকাসহ ঘরে রক্ষিত মালামাল ধান,চাল, তামাক,আলু হাঁস মরগিসহ সবকিছু আগুনে পুরে ছাই হয়ে গেছে। এসময় আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে  লতিবর রহমানের ছেলে আবদুল্লাহ (১৫) এবং তাজুল ইসলামের ছেলে মিথুন মিয়া (১১) গুরত্বর আহত হয়।

নিতাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাজেদুল ইসলাম বলেন, অগিকান্ডে ১৬ টি পরিবারের ৩০ টি ঘর ঘরে রক্ষিত মালামাল  ৪টি   গরু ১১ টি ছাগল, হাঁস মরগীসহ সব পুরে গেছে। আগুনে যাদু মিয়ার ঘরে রাখা নগদ ৪০ হাজার টাকা পুরে গেছে। 


কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রাশেদুল হক জানান, নিতাই ইউনিয়নের তেলিপাড়ায় অগ্নিকান্ডে ১৬ টি পরিবারের ৩০ টি ঘর, গরু ছাগল, হাঁস মুরগী,নগদ টাকাসহ সবকিছু পুরে গেছে। সঠিক সময়ে ফায়ার সার্ভিসকে খবর না দিলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার বলেন, প্রাথমিকভাবে আগুনে পুরে যাওয়া পরিবারগুলোর মাঝে শুকনো খাবার ও কম্বল বিতরন করা হয়েছে। পরে যাচাই বাছাই প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।  সাথে ছবি আছে


পুরোনো সংবাদ

নীলফামারী 6523355061616618285

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item