বীরগঞ্জে ২টি ইউপি নির্বাচনে একটিতে আওয়ামীলীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী


হাসান জুয়েল, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি-
ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনাজপুরের বীরগঞ্জে ২টি ইউপি নির্বাচনে একটিতে আওয়ামীলীগ ও  একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।


সোমবার অনুষ্ঠিত নির্বাচনে উপজেলার নিজপাড়া ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান আনিস চশমা প্রতীক নিয়ে ৯৩০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি নুরিয়াস সাঈদ মোঃ ফায়সাল নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ৯১৮৪ ভোট। অপরদিকে ভোগনগর  ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ রাজিউর রহমান রাজু নৌকা প্রতীক নিয়ে ৮৪০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান পান্না চশমা প্রতিক নিয়ে পেয়েছে ৮৩৭১ ভোট। 


ষষ্ঠ ধাপে নিজপাড়া ও ভোগনগর ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৯জন, সাধারণ সদস্য পদে ৯৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯১ জন প্রতিদ্ব›িদ্বতা করেছেন। দুটি ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান পদে ২ জন, জাতীয় পার্টির প্রতীকে ১জন,স্বতন্ত্র ৪জন, ও ইসলামিক আন্দোলন দলীয় ২জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেছেন। 


নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আঁখি সরকার জানান, উপজেলার ২টি ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।নিজপাড়া ও ভোগনগর দু'টি ইউপিতে মোট ভোট কেন্দ্র ২৩টি, ভোট কর্মকর্তা হিসেবে প্রিজাইডিং ২৩ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ১৭২ জন,পোলিং ৩৪৪ জন অফিসার তাদের দায়িত্ব পালন করেছেন। কোনো রকমের  অপ্রীকর ঘটনা ছাড়াই সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।


পুরোনো সংবাদ

নির্বাচন 7203653500279689773

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item