প্রশংসাপত্র বিতরনের নামে টাকা আদায়


মোঃ শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতাঃ 
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়  প্রশংসাপত্র বিতরনের নামে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায়  মন্থনা কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের বিরুুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছে শিক্ষার্থীর অভিভাবকগন। 


 লিখিত অভিযোগে জান গেছে,উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর  গ্রামের আব্দুল হাই এর ছেলে মাহামুদুল হাসান ( মেহেদি) ২০২১শিক্ষাবর্ষে জুনিয়র স্কুল সাটিফিকেট (জে এস সি ) পরীক্ষায় অটোপাস করেন। অন্য বিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তির জন্য প্রশংসাপত্র নিতে গেলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ২হাজার ৪শ টাকা দাবি করেন। উপায়ন্তর না দেখে বাধ্য হয়ে ওই শিক্ষার্থী ১হাজার ৫শ টাকা দিয়ে প্রশংসা পত্র নেন। এছাড়াও বিদ্যালয়ে ভর্তিকৃত ৩০জন শিক্ষার্থীদের নিকট থেকে বিভিন্ন অংকের অর্থ আদায় করেন। শিক্ষক জাহিদুল ইসলাম ঘটনার  সত্যতা স্বীকার করে বলেন, বিদ্যালয়ের কিছু কেনাকাটার জন্য শিক্ষার্থীদের নিকট থেকে  কিছু টাকা নেওয়া হয়েছে। 

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটি এম নুরুল আমিন শাহ্ বলেন, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।


পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 4497510478904771093

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item