কিশোরগঞ্জে দিনের বেলায় চলছে বালু বোঝাই দশ চাকার ড্রামট্রাক
মোঃ শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতাঃ দিনের বেলা শহর এলাকায় বালু বোঝাই দশ চাকার ড্রামট্রাক চলাচলের ক্ষেত্রে নিষেধাঙ্গা থাকলে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রাস্তায় অবাধে চলাচল করছে। ফলে আতংকের পাশাপাশি তীব্র জানজটের মধ্যে পড়েছে পথচারীরা।
জানা গেছে, দশ চাকার ড্রামট্রাকগুলো নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর, পুটিমারী শালটিবাড়ি এলাকায় চাঁড়ালকাঁটা নদীর খননকৃত ইজারার বালু নিয়ে নিয়মিত চলাচল করছে। প্রশাসনের তরফ থেকে দিনের বেলা বালু বোঝাই ট্রাকগুলো শহরের ভিতর দিয়ে চলাচলের ক্ষেত্রে নিষেধাঙ্গা থাকার পরেও তারা তা মানছেন না। ফলে কিশোরগঞ্জ উপজেলা মোড় হতে থানা মোড় পর্যন্ত তীব্র যানজট লেগেই থাকছে। এতে করে পথচারীসহ সাধারন মানুষ চরম ভোগান্তীতে পড়েছে।
কিশোরগঞ্জ বাজারে আসা পথচারী একরামুল হক বলেন,বালু বোঝাই ট্রাকগুলো বালু নিয়ে দিনরাত সমানতালে বালু পরিবহন করছে। ট্রাকের বালু বাতাসে উড়ে এসে পথচারীদের চোখমুখে পড়ার পাশাপাশি সড়কে জানজট সৃষ্টি হচ্ছে।
কিশোরগঞ্জ বাজারের ব্যাবসায়ী আমির হোসেন জানান, ট্রাকগুলো দিনের বেলায় বালু নিয়ে চলাচল করার ফলে মেডিকেল মোড় হতে থানা মোড় পর্যন্ত জানজটের সুষ্টি হচ্ছে। ফলে শহরে আসা মানুষদের একদিকে ভোগান্তি বাড়ছে অপর দিকে গোটা শহর ধুলোবালির রাজত্বে পরিণত হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার নুর-ই আলম সিদ্দিক বলেন, এ বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।