সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ক্ষিতীশ চন্দ্র গোস্বামী পরলোকগমন
তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর প্রাচীনতম সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক বাবু ক্ষিতিশ চন্দ্র গোস্বামী (পন্ডিত স্যার) বার্ধক্যজনিত কারণে গতকাল শনিবার সকালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্বীয়-স্বজন, অসংখ্যক বন্ধু-বান্ধব, শুভাকাঙখী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল শনিবার বিকেলে তাকে সৈয়দপুর শহরের কুন্দল এলাকায় কেন্দ্রীয় শ্মশানে দাহ্ করা হয়েছে।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলা উপজেলার চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সভাপতি এ্যাডভোকেট তুষার কান্তি রায় ও সাধারণ সম্পাদক সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, সৈয়দপুর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আহবায়ক শিল্পপতি রাজ কুমার পোদ্দার রাজু, সৈয়দপুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট সুবোধ কুমার দাস, সাধারণ সম্পাদক যোগেন্দ্রনাথ রায়ও যুগ্ম- সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস মিন্টু, পৌর শাখার সভাপতি প্রতাপ সরকার বিজয় ও সাধারণ সম্পাদক সাংবাদিক গোপাল চন্দ্র রায়, আওয়ামী লীগ নেতা মহসিনুল হক মহসিন, মো. মোজাম্মেল হক, রফিকুল ইসলাম বাবু, অধ্যক্ষ সাখাওয়াৎ হোসেন খোকন, ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলামসহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমরেদনা জ্ঞাপন করেছেন।
প্রসঙ্গত, স্বর্গীয় বাবু ক্ষিতিশ চন্দ্র গোস্বামী ছিলেন পপুলার লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের রংপুর বিভাগীয় শাখার ব্যবস্থাপক মনোজ কুমার গোস্বামী, একই প্রতিষ্ঠানের কর্মকর্তা অলোক কুমার গোস্বামী ও সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক (হিন্দু ধর্মীয়)