সৈয়দপুরে কাউন্সিলর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট -পঞ্চম ম্যাচে যুগান্তর ক্রিকেট ক্লাব জয়ী
তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জোবায়দুর রহমান শাহীনের উদ্যোগে আয়োজিত কাউন্সিলর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট - ২০২২ এর বৃহস্পতিবার পঞ্চম খেলাটি অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুরে পৌরসভা এলাকার শের-ই- বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পঞ্চম খেলায় যুগান্তর ক্রিকেট ক্লাব ১১১ রানে ইয়াং থান্ডার ক্রিকেট ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়েছে। বৃহস্পতিবারের খেলায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার সৈয়দপুর উপজেলা প্রতিনিধি সৈয়দা রুখসানা জামান সানু। এ সময় টুর্নামেন্টের আয়োজক সৈয়দপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জোবায়দুর রহমান শাহীন এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. সোহেল আকতার উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার বিকেলে টুর্নামেন্টের পঞ্চম খেলায় যুগান্তর ক্রিকেট ক্লাব বনাম ইয়াং থান্ডার ক্রিকেট ক্লাব একে অপারের মুখোমুখি হয়। খেলার শুরুতেই যুগান্তর ক্রিকেট ক্লাব টসে হেরে প্রথমে ব্যাটিং করে। এতে তারা নির্ধারিত ১২ ওভারে খেলায় ৬ উইকেটে ১৭৯ রান সংগ্রহ করে। জবারে ইয়াং থান্ডার ক্রিকেট ক্লাব জয়ের জন্য ১৮০ রানের টার্গেট নিয়ে ব্যাটিং করে সবওভার হারিয়ে ৭ উইকেটে কেবল মাত্র ৬৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে যুগান্তর ক্রিকেট ক্লাব ১১১ রানে ইয়াং থান্ডার ক্রিকেট ক্লাবকে হারিয়ে জয় পেয়েছে। খেলায় বিজয়ী যুগান্তর ক্রিকেট ক্লাবের খেলোয়াড় মো. সাজ্জাদ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। তিনি ৫৬ রান সংগ্রহ করেন। বরাবরের মতো বৃহস্পতিবারও খেলায় অ্যাম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. জাহিদ ও পলাশ।
শুক্রবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় যুগান্তর ক্রিকেট বনাম সামসুল হক ফাউন্ডেশন ক্রিকেট ক্লাব পরস্পরের মুখোমুখি হবে।
আয়োজক কমিটির সূত্র জানায়, চলমান করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত এ কাউন্সিলর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রতিটি খেলায় প্রতিদিন বিপুুল সংখ্যক নানা বয়সী ক্রিকেটপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করছেন।
এ কাউন্সিলর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২২ এ সৈয়দপুর পৌরসভার শুধুমাত্র ১৪ নম্বর ওয়ার্ডের সামসুল হক ফাউন্ডেশন ক্রিকেট ক্লাব, যুগান্তর ক্রিকেট ক্লাব, পিজিয়ন স্পোটিং ক্লাব, ক্যাম্প ইলেভেন ষ্টার ক্রিকেট ক্লাব, রয়েল ড্রাগন ক্রিকেট ক্লাব, জেনারেল ক্রিকেট ক্লাব, ইয়াং থান্ডার ক্রিকেট ক্লাব, ড্রাগন ক্রিকেট ক্লাব ও ফ্রেন্ডস্ ইলেভেন ক্রিকেট ক্লাবসহ নয়টি ক্রিকেট দল অংশ নিচ্ছে।
প্রসঙ্গত, গত রোববার (২৩ জানুয়ারি) বিকেলে প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন ও উদ্বোধক পৌর মেয়র রাফিকা আকতার জাহান উপস্থিত থেকে জাতীয় পতাকা, বেলুন ও কবুতর উড়িয়ে কাউন্সিলর ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।