সৈয়দপুরে উদীচীর শিল্পী গোষ্ঠীর অষ্টাদশ সম্মেলন অনুষ্ঠিত


তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

 বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী নীলফামারীর সৈয়দপুর শাখার অষ্টাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের সাহেবপাড়াস্থ রেলওয়ে হাসপাতাল সংলগ্ন উদীচী চত্বরে গত শুক্রবার (২৯ জানুয়ারি) ওই সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিকেল তিনটায় জাতীয় সঙ্গীত মাধ্যমে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সম্মেলনের উদ্বোধক ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সদস্য কাজী আবুল হাসনাত । 

 উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার সভাপতি (ভারপ্রাপ্ত)  ওস্তাদ জান্নাতুল ইসলাম কবীরের সভাপতিত্বে সম্মেলনে সাধারণ আলোচনা সভা ও সাধারণ সম্পাদকের প্রতিবেদনের ওপর বক্তব্য দেন সংগঠনের নীলফামারী জেলা সংসদের সভাপতি মনসুর ফকির, সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জয়দেব কুমার রায় জয়, ব্যাংকার জিএম কামরুল হাসান শামীম, সংগঠনের স্থানীয় শাখার বিদায়ী সভাপতি প্রফেসর ড. আমির আলী আজাদ, শফিউল ইসলাম রঞ্জু, ইফফাত জামান কলি, বীথি জামান প্রমূখ। 

 এর আগে সম্মেলন



অনুষ্ঠানের শুরুতেই শোক প্রস্তাব ও সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক কুমার অপু বিশ্বাস। 

পরে ইফফাত জামান কলি’র সভাপতিত্বে কাউন্সিলর অধিবেশনে উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার সভাপতি পদে ওস্তাদ জান্নাতুল ইসলাম কবীর এবং সাধারণ সম্পাদক পদে কুমার অপু বিশ্বাস পুনরায় নির্বাচিত হন।  এ কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে ইফফাত জামান কলি, শেখ রোবায়েতুর রহমান রোবায়েত, শফিউল ইসলাম রঞ্জু, দলিলুর রহমান দিলু, উম্মে জাহান উর্মি, সহ-সাধারণ সম্পাদক আরিফ খন্দকার, সেলিম খান মিল্টন, বলরাম রায়, কোসাধ্যক্ষ মো. শরীফ হোসেন মৃধা,সাহিত্য সম্পাদক রাজিয়া সুলতান ফারহানা, সাংগঠনিক সম্পাদক বীথি জামান দপ্তর আব্দুল কুদ্দুছ এবং কার্যকরী সদস্য কাজী আবুল হাসনাত, প্রফেসর ড. আমির  আলী আজাদ, মোসলেমা সামাদ, শরীফা বেগম, সৈয়দা বেগম, টুম্পা গুপ্ত, সাধনা রায়, কাকলী সরকার, নিলু, মো. মাঈনুদ্দিন, বিনয় কুমার রাজবংশী ও রনজিতা রানী রায়।

 এরপর  সেখানে নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করানো হয়। সবশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উদীচীর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।    


পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 3073438949889469758

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item