জলঢাকায় মোবাইল কোর্ট পরিচালনা ও মাস্ক বিতরণ
https://www.obolokon24.com/2022/01/jaldhaka.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক নীলফামারীর জলঢাকা উপজেলায় করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ ওমিক্রন প্রতিরোধে সচেতনতামূলক প্রচারনা ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। ’শনিবার (২৯-জানুয়ারী) সন্ধায় পৌরসভার জিরোপয়েন্ট, বঙ্গবন্ধু চত্বরসহ বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচারনা চালান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান। এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, এসআই বিল্লাহ ও হরিপদ রায় প্রীতম। এসময় তিনি সরকারের বেধে দেওয়া বিধিনিষেধ অমান্য এবং মাস্ক পরিধান না করায় (সংক্রামক রোগ ২০১৮) এর অনুসারে ১৪ জন কে ২হাজার ৮শত টাকা জরিমানা করেন এবং মাস্ক বিহীন জনগণের মাঝে বিনামূল্যে সার্জিক্যাল মাস্ক বিতরন করেন। এসময় তিনি করোনা ভাইরাস সংক্রমণের অব্যাহত বৃদ্ধিতে সরকারের বেধে দেওয়া ১১ দফা সহ স্বাস্থ্য বিধি মেনে চলতে সকলের প্রতি আহবান জানান। এছাড়াও জলঢাকা থানা পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসনের এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।