ডোমারে ভ্রাম্যমান আদালতে সাড়ে চার হাজার টাকা জরিমানা
https://www.obolokon24.com/2022/01/domar.html
নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীর ডোমার উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাড়ে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ রবিবার(২৩ জানুয়ারী) দুপুরে উপজেলা শহরের ডাকবাংলো সড়কে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন, সড়ক পরিবহন আইন, করোনা ভাইরাস ও ওমিক্রণ সংক্রমণ প্রতিরোধ এই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম।
ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনে তিন দোকান মালিকের ১হাজার ৫শ টাকা, সড়ক পরিবহন আইনে চার হোন্ডা মালিকের ২ হাজার টাকা এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ আইনে মাস্ক না পড়ায় ৫জনের কাছ থেকে ১ হাজার টাকা আদায় করা হয়।
অভিযানে সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আল আমিন রহমান ও ডোমার থানার উপ-পরিদর্শক(এসআই) কমলেশ চন্দ্র রায়। #