নীলফামারীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


নীলফামারী প্রতিনিধি॥
নীলফামারীতে কম্বল পেল শতাধিক শীতার্ত। শনিবার (২৯ জানুয়ারী) দুপুরে জেলা সদরের নটখানা নামক স্থানে এসব কম্বল বিতরণ করা হয়। উন্নয়ন সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণের আয়োজন করে। 

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুপামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মছিরত আলী শাহ ফকির, সংস্থার নীলফামারী ও পঞ্চগড় অঞ্চলের ব্যবস্থাপক মো. জগলুল আহমেদ পাশা, নীলফামারী অঞ্চলের ব্যবস্থাপক মো. আলহাজ উদ্দিন, নীলফামারী কার্যালয়ের ব্যবস্থাপক আল রাফিয়া প্রমুখ।

প্রশিকার নীলফামারী অঞ্চলের ব্যবস্থাপক মো. আলহাজ উদ্দিন বলেন, গত কয়েক দিন ধরে এলাকায় তাপমাত্রা কমায় প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছেন এলাকার দরিদ্র মানুষ। এসব মানুষের অনেকের শাতবস্ত্র কেনার সামর্থ নেই। তাদের মধ্যে বাছাই করে শতাধিক মানুষকে সংস্থার নিজস্ব অর্থায়নের একটি করে কম্বল প্রদান করা হয়। অনুরূপভাবে জেলার ডোমার উপজেলা সদরে ও চিলাহাটিতে কম্বল বিতরণ করা হয়েছে। #


পুরোনো সংবাদ

নীলফামারী 5600530787542245505

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item