ডোমারে কমিউনিটি ক্লিনিক কার্যক্রম ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে গণশুনানি
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে কমিউনিটি ক্লিনিক কার্যক্রম ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
উদায়স্কুর সেবা সংস্থা (ইউএসএস) আয়োজিত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার বামুনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে পার্টিসিপেটরি রিসার্চ একশন নেটওয়ার্ক- প্রাণ এর সহায়তায় ইউপি চেয়ারম্যান ওহায়েদুজ্জামান বুলেটের সভাপতিত্বে অতিথি হিসাবে ইউপি সদস্য স্বপন মিয়া, আব্দুল আউয়াল, তিতাস রহমান বাবু, বিনয় চন্দ্র নরেশ, সমাজ সেবক ডাঃ প্রেমানন্দ রায় প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অর্পন যুব সংঘের সভাপতি রিপন ইসলামের সঞ্চালনায় সিএসসিপি রুমানা আক্তার, ফারহানা রহমান, জিয়াউর রহমান, অর্পন যুব সংঘের সাধারণ সম্পাদক ললিত চন্দ্র রায়, প্রদিপ শিখা যুব সংঘের সভাপতি খোকন চন্দ্র রায়, সংগঠক রুমা আক্তার, জয়া রানী রায়সহ অনেকে বক্তব্য রাখেন। কমিউনিাট ক্লিনিকের সেবার মান উন্নত করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান বক্তাগণ।