সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ফোন ক্লোন
নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল মোবাইল ফোন নাম্বার ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ ওউঠেছে। সুন্দরগঞ্জ উপজেলার জনগণকে টাকা লেনদেনের ব্যাপারে সতর্ক থাকার আহবান জানিয়েছে উপজেলা প্রশাসন। ১৩ নভেম্বর শনিবার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-মারুফ তার মোবাইল নম্বর ক্লোন করার বিষয়টি নিশ্চিত করেন। গত ১২ নভেম্বর শুক্রবার রাতে সুন্দরগঞ্জ নির্বাহী কর্মকর্তার মোবাইল থেকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নাজমুল চেয়ারম্যানকে ফোন দিয়ে নির্বাচন উপলক্ষে অর্থ চাওয়া হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-মারুফ বলেন, বামনডাঙ্গা ইউনিয়নের নাজমুল চেয়ারম্যান আমাকে ফোন দিয়ে জানান, আমার নম্বর থেকে ফোন দিয়ে নির্বাচন উপলক্ষে অর্থ চাওয়া হয় এবং ওসিকে ম্যানেজ করা হয়েছে মর্মে বলা হয়। তখন বুঝতে পারি আমার মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে। তৎক্ষণাৎ সবাইকে সচেতন করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করি। সুন্দরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।