সৈয়দপুরে কৃষি বিভাগের উদ্যোগে তাল গাছের চারা রোপন ও বিতরণ
তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে এক শ’ তাল গাছের চারা রোপন ও বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে সৈয়দপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে একটি তাল গাছের চারা রোপন করে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চারা রোপন করেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন, সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগম, উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান মন্ডল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. সালাহউদ্দিন, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইদ্রিস আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
ওই দিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১শ’ তাল গাছের চারা বিতরণ করা হয়েছে।
সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগম জানান, শেখ রাসেল দিবস-২০২১ উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে সারাদেশে একযোগে ওই তাল গাছের চারা রোপন ও বিতরণের অংশ হিসেবে ওই কর্মসূচি পালন করা হয়।