পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন সিভিল সোলজারর্স’র ফলদ গাছের চারা বিতরণ


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন  সিভিল সোলজারর্স’র উদ্যোগে পাঁচ শত বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। সংগঠনটির গাছ বন্ধু ক্যাম্পেইনের অংশ হিসেবে গত বুধবার শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের শহীদ স্মৃতি অম্লান চত্বরে ওই চারা বিতরণ করা হয়।

এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী - ৪  (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংষদ সদস্য আলহাজ্ব মো. আদেলুর রহমান আদেল।

  স্বেচ্ছাসেবী সংগঠন সিভিল সোলজারর্স’র নির্বাহী পরিচালক ফাহিম হিমেলের সভাপতিত্বে

এতে অন্যান্যদের মধ্যে পরিচালক শাহনেওয়াজ শুভ প্রচার ও মিডিয়া সম্পাদক ওয়াসিম ফিরোজ খান, কার্য সম্পাদক নাদিম হোসেন, লোকবল সম্পাদক সাইফুল ইসলাম নিরুসহ  স্বেচ্ছাসেবীদের মধ্যে তমাল, রাফি, দীপ্ত, দিগন্ত এবং হামিম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সাংসদ  আলহাজ্ব মো. আহসান আদেলুর  রহমান তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোন বিকল্প নেই। বৃক্ষ আমাদের নানাভাবে উপকারে আসে। তাই তিনি সকলকে নিজ নিজ বাড়ির আঙ্গিনাসহ আশপাশের ফাঁকা স্থানে বিভিন্ন গাছ লাগানোর অনুরোধ জানান।

পরে প্রধান অতিথি গাছের চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

 অনুষ্ঠানে লেবু, পেয়ারা ও কাঁঠালসহ  ৫০০ টি ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।

প্রসঙ্গত, ইউএন কর্তৃক ইনভেশন ২০৩০ বাস্তবায়নের প্রত্যয়ে গৃহিত এসডিজি-১৩ সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সিভিল সোলজারর্স’র গাছ বন্ধু ক্যাম্পেইন নিয়মিত চলমান থাকবে বলে সিভিল সোলজারর্স সংশ্লিষ্টরা জানান।         


পুরোনো সংবাদ

নীলফামারী 984725462488746564

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item