তিস্তা ব্যারেজের গেট খুলে দেওয়ায় সুন্দরগঞ্জে ১৬৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি
https://www.obolokon24.com/2021/10/gaibandha.html
নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তা ব্যারেজের সবকটি গেট খুলে দেওয়ায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় সুন্দরগঞ্জের হারিপুর পয়েন্টে ১৬৫ সেন্টিমিটার পানি বেড়েছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর, কাপাসিয়া ও তারাপুর ইউনিয়নের চরাঞ্চলের পানি উঠতে শুরু করেছে। ২১ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিস্তা নদীর পানি সুন্দরগঞ্জের হরিপুর পয়েন্টে বিপদসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী আবু রায়হান বলেন, বৃষ্টি ও উজানের ঢলে পানি বেড়েছে। তবে বন্যার কোনো আশঙ্কা নেই।