ডোমারে আন্তঃ জোড়াবাড়ী ইউনিয়ন হাঁস খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আন্তঃ জোড়াবাড়ী ইউনিয়ন হাঁস খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জোড়াবাড়ী হলহলিয়া একতা যুব সংঘ আয়োজিত বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১১টায় ভাষানী পাড়া বড় দিঘিতে এ খেলা অনুষ্ঠিত হয়। আ’লীগ নেতা আব্দুর রশিদের সভাপতিত্বে অতিথি হিসাবে ইউপি চেয়ারম্যান আবুল হাচান, সদস্য আব্দুল হাই, লায়লা বেগম, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এহ্তেশামুল হক, ইউনিয়ন যুবলীগের সভাপতি আজাহারুল ইসলাম জুয়েল, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম আহব্বায়ক সাখওয়াত হাবিব বাবু, সমাজ সেবক সুবাস চন্দ্র রায়, অমল চন্দ্র, শাপলা বেগম, নিরতা রানী, একতা যুব সংঘের সভাপতি মশেদুল ইসলাম ছোটন, সাধারণ সম্পাদক জুয়েল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
উক্ত খেলা দেখতে এলাকার হাজারো নারী পুরুষসহ বিভিন্ন বয়সের শিশুদের উপচেপড়া ভীড় ছিল চোখে পড়ার মতো। ঐতিহ্যবাহী হাঁস খেলায় প্রায় ৫০জন প্রতিযোগি অংশ গ্রহন করেন। পরে মহিলাদের বালিশ খেলা, শিশুদের বিস্কুট দৌড়, হাড়ি ভাঙ্গাসহ বিভিন্ন খেলা পরিচালনা করা হয়। খেলা শেষে প্রতিযোগিদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিগণ। পরিচালনা কমিটির সভাপতি মশেদুল ইসলাম ছোটন জানান, প্রতি বছর আমরা সাধারণ মানুষকে আনন্দ ও বিনোদন দিতে এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলাসহ বিভিন্ন খেলার আযোজন করে থাকি। আগামীতে সকলের সহযোগিতা পেলে আরো ভিন্ন ধরনের আযোজন করতে পাবো।