জলঢাকায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় ডাভ সেলভ এস্টিম প্রজেক্ট (ডিএসইপি) এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 



বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর অঞ্চলের উপ-পরিচালক আক্তারুজ্জামান। এসময় বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়,    

প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর রংপুর বিভাগীয় ম্যানেজার ডাঃ ঋষিকেশ সরকার,

 ইএসডিও এর ডিএসইপি প্রজেক্টের এপিসি - ইএসডিও এন্ড ফোকাল পারসন তোফাজ্জল হোসেন, প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী, অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির ও খুশী প্রমুখ। প্রকল্প সম্পর্কে অবহিতকরণ করেন ইএসডিও এর প্রজেক্ট ম্যানেজার আব্দুল মান্নান। এসময় তিনি জানান, স্কুল ও মাদরাসার ১১-১৪ বয়সী (৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনী) শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক সম্পর্ক উন্নয়ন ও আত্ববিশ্বাস তৈরির মাধ্যমে তাদের পূর্ণ সম্ভাবনাময় জীবনে পৌছাতে সহযোগিতা করা। তিনি আরো জানান, এই প্রকল্পের আওতায় উপজেলার ৪১ টি মাধ্যমিক ও ৯টি মাদরাসার ১ শত শিক্ষক, ১৫ হাজার শিক্ষার্থী ও ৩ হাজার অভিভাবকের সক্ষমতা বৃদ্ধি করা হবে। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর অর্থায়নে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে ইকো - সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও।       

পুরোনো সংবাদ

নীলফামারী 2112019163002688924

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item