সৈয়দপুরে রোটারী ক্লাবের উদ্যোগে বিশ্ব পোলিও দিবস পালিত
তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
বিশ্ব পোলিও দিবস উপলক্ষে সোমবার (২৫ অক্টোবর) রোটারী ক্লাব অব সৈয়দপুরের উদ্যোগে র্যালী ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে শহরের পৌরসভা সড়কে রোটারী চক্ষু হাসপাতালে বিশ্ব পোলিও দিবসের আলোচনার সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সানোআর আলম।
রোটারী ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি রোটারিয়ান মো. এমদাদুল হক বাবলুর সভাপতিত্বে পোলিও দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সৈয়দপুর এর চার্টার প্রেসিডেন্ট এবং চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন রোটারিয়ান প্রফেসর আলহাজ্ব ডা. মো. শরীফুল আলম চৌধুরী।
সভায় রোটারী ক্লাব অব সৈয়দপুর সাধারণ সম্পাদক রোটাঃ মো. মোবাশ্বের প্রিন্স, প্রাক্তন সভাপতি রোটাঃ দেলোয়ার হোসেন, রোটাঃ শাহ্ আহসান হাবীব, এসিসট্যান্ট গভর্ণর রোটা: তারিকুল আলম তারিক, আলহাজ্ব মো. মাহবুব, রোটাঃ মমতাজ মিন্টু, রোটা: ডা. মো. দেলোয়ার হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিশ্ব পোলিও দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের পৌরসভা সড়কসহ প্রদক্ষিণ করেন। র্যালিকে রোটারী ক্লাব অব সৈয়দপুর সদস্যরা অংশ নেন।