সৈয়দপুরে প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের ইন্তেকাল


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ব বেলপুকুর সাতপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) ও শহরের কুন্দল পশ্চিমপাড়ার বাসিন্দা আনোয়ার হোসেন শনিবার (১৬ অক্টোবর) সকালে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লিভারজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি মা, চার ভাই, চার বোন, স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধুবান্ধবসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

রোববার (১৭ অক্টোবর) সকাল নয়টায় তাঁর জানাজার নামাজ সৈয়দপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান মন্ডল, সহকারি উপজেলা শিক্ষা অফিসার রুহুল আমিন প্রধান, আজাহারুল ইসলাম, মোছা. মুসারাত জাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু,সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, সৈয়দপুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. মাহফুজার রহমান মাহফুজ, সাধারণ সম্পাদক মেহতাব-উল শহীদ কামাল, সৈয়দপুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমাজের সভাপতি আমিনুল রহমান বিপু ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাদল প্রমূখ শোক ও শোক সনপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। 

প্রসঙ্গত, মরহুম আনোয়ার হোসেন ছিলেন খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক  মো. মকবুল হোসেনের ছোট ভাই।                                            


পুরোনো সংবাদ

নীলফামারী 4076351521808368714

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item