সৈয়দপুরে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন
তোফাজ্জল হোসেন লুুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে জাতীয় ইঁদুর নিধন অভিযান - ২০২১ শুরু হয়েছে। শনিবার সকালে এ ইঁদুর নিধন অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো. শামীম হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগম।
অনুষ্ঠানে ইঁদুর নিধন অভিযানের ওপর ভিডিও চিত্রের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সৈয়দপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. সালাহউদ্দিন।
এতে অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা ডিপ্লোমা কৃষিবিদ মো. মাহবুবার রহমান মাহবুব, কামারপুকুর ইউনিয়েনের আদর্শ কৃষক এমদাদুল হক প্রমূখ।
পরে প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন একটি জীবন্ত ইঁদুর মেরে এ অভিযানের উদ্বোধন করেন।
এর আগে কামারপুকুর ইউনিয়নের আদর্শ কৃষক মো. এমদাদুল হক দেশীয় পদ্ধতিতে ইঁদুর নিধনের বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করেন।
শেষে সৈয়দপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে জেলার তৃতীয় শ্রেষ্ঠ ইঁদুর নিধনকারী এমদাদুল হকসহ তিনজন কৃষককে পুরস্কৃত করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারি কৃষি কর্মকর্তা ডিপ্লোমা কৃষিবিদ মো. ইমরান সর্দারের উপস্থাপনায় অনুষ্ঠানে কৃষি বিভাগের উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুনীল কুমার দাসসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।