হিন্দুদের মন্দির-ঘরবাড়ী ভাংচুরের প্রতিবাদ সহ দোষীদের দৃটান্তমূলক শাস্তির দাবীতে ফুলবাড়ীতে মানববন্ধন
মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
”বিবাদ নয়,সহায়তা;বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ রামকৃষ্ণ মিশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরের ফুলবাড়ীতে ঘন্টাব্যাপি মানববন্ধন পালিত হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় পৌর শহরের সুজাপুর এলাকায় রামকৃষ্ণ সেবাশ্রম কমিটির উদ্যোগে ফুলবাড়ী-মাদিলাহাট সড়কে পার্শ্বে দাঁড়িয়ে রামকৃষ্ণ মিশন বাংলাদেশ ফুলবাড়ী শাখার আয়োজনে এই মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রম কমিটির সভাপতি সুজাপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী,সাবেক সভাপতি সমরেন্দ সরকার,সহ-সভাপতি প্রবীর সাহা,সাধারণ সম্পাদক রতন চক্রবর্তী,মনোরঞ্জনসহ উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি-সম্পাদক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।
এসময় বক্তারা সারা দেশের হিন্দুদের মন্দির-ঘরবাড়ী ভাংচুর,লুটপাট,অগ্নিসংযোগসহ নিরীহ হিন্দুদের হত্যা বন্ধ সহ দোষীদের শাস্তির দাবী জানান তারা।