রংপুর ও দিনাজপুর রুটের যাত্রীদের ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের’ শার্টল সার্ভিসের উদ্বোধন


নির্ণয়,নীলফামারী॥
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ও দিনাজপুর জেলা শহরে বিমান যাত্রীদের আনা নেয়ার শার্টল সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার আজ মঙ্গলবার(১৪ সেপ্টেম্বর/২০২১) দুপুরে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসন চত্বরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মানবসম্পদ বিভাগের পরিচালক ও প্রশাসন (যুগ্ন সচিব) জিয়া উদ্দীন আহমেদ। এসময় তিনি বলেন, উত্তরবঙ্গের সঙ্গে পর্যটন সমুদ্রসৈকত শহর কক্সবাজার সরাসরি বিমান পরিচালনার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগ্রহ প্রকাশে সৈয়দপুর-কক্সবাজার সৈয়দপুর আকাশ পথে আগামী অক্টোবর মাস থেকে সরাসরি চালু হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সার্ভিস। সপ্তাহে তিন দিন চলবে এই বিমান। যাত্রীর চাপ থাকলে বিমান সংখ্যা বৃদ্ধি করা হবে। 

এর আগে মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, প্রাথমিক ভাবে এই সার্ভিস রংপুর ও দিনাজপুর জেলা শহর চালু করা হলেও বিমানের বোর্ড মিটিং এর সিদ্ধান্তের মাধ্যমে আমরা অচিরেই পর্যায়ক্রমে নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা হতে এই শার্টল সার্ভিস চালু করবো। পাশাপাশি আগামী অক্টোবর মাস থেকে সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর আকাশ পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা করা হবে। 

সুত্র মতে, ফ্লাইট বিজি-৪৯৫ মঙ্গলবার ছাড়া প্রতিদিন ঢাকা থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করে। আবার রাত ৮টা ৫ মিনিটে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে যাত্রী নিয়ে ছেড়ে যাবে। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৪৯৩ প্রতি শুক্র, শনি, রবি ও বৃহ¯পতিবার সৈয়দপুর থেকে সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে এবং ঢাকা থেকে সকাল ৭টা ৩০ মিনিটে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করে। অপর দিকে ফ্লাইট বিজি-৬৯৩ প্রতিদিন সৈয়দপুর থেকে বেলা ২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে এবং বেলা ১টায় ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করে। 

এর আগে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। মতবিনিময় সভায় জানানো হয়, এই শার্টল সার্ভিসটি সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ও দিনাজপুরের যাত্রীদের জন্য বিনা মূল্যে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোষ্টারে সেবা প্রদান করা হবে। এ সেবার মাধ্যমে বিমানের যাত্রীরা ঢাকা এসে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ও দিনাজপুর শহরে যেতে পারবেন। এ ছাড়া রংপুর ও দিনাজপুর শহর থেকে ঢাকার যাত্রীরা বিমানের ফ্লাইট ধরতে ওই বাসে সৈয়দপুর বিমানবন্দরে আসতে পারবেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রান্সপোর্ট বিভাগের জিএম মেজর তাগির, স্থায়ীও সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মীর্জা মুরাদ হাসান বেগ, নীলফামারী জেলার বিমান বাংলাদেশের জেলা ম্যানেজার হারুন আর রশীদ, জেলা চেম্বারের সাবেক দুই সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার, এস এম সফিকুল আলম ডাবলু, চেম্বারের পরিচালক ফরহানুল হক, জেলা বাস-মিনিবাস-কার ও মাইক্রোবাস মালিক এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মী। # 


পুরোনো সংবাদ

নীলফামারী 5733227550733432788

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item