অ্যাডভোকেট তালিকাভুক্তি হলেন সাংবাদিক তরিকুল ইসলামের ছোট ভাই ‘আবু সাহিদ’
https://www.obolokon24.com/2021/09/panchagar_01120257945.html
পঞ্চগড় প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের সর্বশেষ চূড়ান্ত ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২৫ সেপ্টেম্বর ২০২১’র ফলাফল অনুযায়ী অ্যাডভোকেট তালিকাভুক্তি হয়েছেন সাংবাদিক তরিকুল ইসলামের ছোট ভাই আবু সাহিদ। তাঁর বাড়ি সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কালদাসপাড়া নামক গ্রামে। সে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) থেকে ২০১৮ সালে এল.এল.বি (অনার্স) এবং ২০১৯ সালে এল.এল.এম (মাস্টার্স) সুনামের সাথে সম্পন্ন করেছে। সে অ্যাডভোকেট পড়াশোনা সম্পন্ন করে আইনজীবী তালিকাভুক্তি নিবন্ধন পরীক্ষা ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ এমসিকিউ, ওই সালের ডিসেম্বর মাসের ১৯ তারিখ লিখিত পরীক্ষা এবং চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৬ তারিখ ভাইভা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আইনজীবী তালিকাভুক্তি হয়েছেন। সে তার অনার্স পড়াশোনা শেষ করতে না করতেই চৌকস অ্যাডভোকেট হওয়ার জন্য দীর্ঘ ২০১৮ সাল থেকে ঢাকা জজ কোর্টে একজন সিনিয়র অ্যাডভোকেটের সঙ্গে শিক্ষানবিশ অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব পালন করেন। নিজের উজ্জল ভবিষ্যত কামনায় আবু সাহিদ তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ী সহ সকলের কাছে দোয়া কামনা করছে।