ডোমারে ভুল নম্বরে বয়স্কভাতার টাকা


আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টার-


ডোমার উপজেলা সমাজ সেবা কর্মকর্তার দপ্তর থেকে আবুল কালাম আজাদের নামে ইস্যুকরা বয়স্কভাতার বই নম্বর ৩৪২ এবং আইডি নম্বর ০১৭৩০০৪৮১৪২। ৭৬ বছর বয়সে এসে ওই সুবিধায় নাম উঠাতে পারলেও ভাতা পাচ্ছেন না নিয়মিত।

তিনি জানান, ২০২০ সালের ৩১ ডিসেম্বর ইস্যুকরা ওই বইয়ে সে বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত (সরাসরি লেনেদেনে) ভাতা তুলেছেন ১ হাজার ৫০০ টাকা। এরপর থেকে অনলাইন লেনদেনের আওতায় যায় কার্যক্রমটি। সেই মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তর প্রথম দফায় ৩ হাজার এবং দ্বিতীয় দফায় ১ হাজার ৫০০ টাকার ভাতা পরিশোধ করলেও কোনটিই জোটেনি তার ভাগ্যে।

আবুল কালাম আজদ ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া গ্রামের আট নম্বর ওয়ার্ডের মৃত একরামূল হকের ছেলে।

তিনি বলেন,‘এ বিষয়ে সমাজ সেবা কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দিতে গিয়ে দেখি তালিকায় আমার মোবাইল নম্বরের পরিবর্তে বসানো আছে অন্য জনের একটি মোবাইল নম্বর। ওই নম্বরে ফোন করে জানতে পারি সেটি ঝিনাইদরে এক ব্যবসায়ীর। সেটি সংশোধন করার আশ্বাস দেওয়া হলেও পরের দফায়ও টাকা ওই নমরেই পাঠানো হয়। এরপর নম্বরটিতে যোগাযোগ করে অনুরোধ করা হলে ৫০০ টাকা ফেরৎ দেন আমাকে।’ 

সরেজমিনে ওই গ্রামে গিয়ে একই অভিযোগ পাওয়া গেছে কর্মসূচিটির একাধিক উপকারভোগির কাছ থেকে। গ্রামের মৃত দ্বিনেশ চন্দ্র সেনের স্ত্রী নিলুকা রানী সেনও (৭৮) অনলাইন লেনদেনে মাধ্যমে প্রথম দফায় প্রদানকৃত ৩ হাজার টাকা পাননি। টাকার জন্য বিভিন্ন জনের কাছে ধর্না দিতে দিতে গত শুক্রবার বার্ধক্য জনিত রোগে তার মৃত্যু হয়েছে বলে জানালেন এলাকাবাসী। তার বই নম্বর ৩৪১ এবং আইডি নম্বর ০১৭৩০০৪০৮১৯।

গ্রামের একাধিক ব্যক্তি জানান, ওই গ্রামটিতে অন্তত ১০ থেকে ১২ জনের একই সমস্যা। নাম থাকলেও পাশের হলহলিয়া গ্রামেও অনেকে বঞ্চিত কর্মসূচিটির সুবিধা থেকে।

বেগাড়া গ্রামের আট নম্বর ওয়ার্ডের উপকারভোগি আবুল হোসেনের বই নম্বর ৫১১৬ এবং আইডি নম্বর ০১৭৩০০৪৮১৪২। তিনি জানান, অনলাইন লেনদেনের প্রথম দফায় তিনি ৩ হাজার টাকা পেলেও দ্বিতীয় দফায় ১ হাজার ৫০০ টাকার স্থলে পেয়েছেন ৫০০ টাকা। 

একই গ্রামের সহিদুল ইসলামের বই নম্বর ১৫১২ এবং আইডি নম্বর ০১৭৩০০৪১০১২। অনলাইন লেনদেনে তিনিও পাননি প্রথম দফার ৩ হাজার টাকা। এরপর সংশ্লিষ্ট কর্মকর্তার দপ্তরে যোগাযোগ করে পেয়েছে দ্বিতীয় দফার ১ হাজার ৫০০ টাকা।

অনুসন্ধানে জানা গেছে, এসব উপকারভোগির অনুকুলে অনলাইন লেনদেনে টাকা পাঠানোর জন্য নগদের একটি হিসাব নম্বর প্রয়োজন। তাদের প্রতিটি বইয়ে ওই লেনদেনের হিসাব নন্বরসহ পাসওয়ার্ডও লিখে দেওয়া হয়েছে। উপজেলা সমাজ সেবা দপ্তরের কার্যালয়ে গিয়ে এমন অভিযোগের কয়েকটি নম্বর ধরে যাচাই করে দেখা গেছে বইয়ে উল্লেখিত প্রকৃত নম্বরের সঙ্গে তালিকায় থাকা নম্বরের মিল নেই। ফলে উপজেলা দপ্তরের তালিকায় থাকা নম্বর অনুযায়ী টাকা বিতরণ হওয়ায় বঞ্চিত হয়েছেন সুবিধাভোগিরা। এসময় আবুল কালাম আজাদের অনুকুলে প্রেরিত নম্বরে ফোন করে জানা গেছে তিনি ঝিনাইদহের কোটচাঁদপুরের একজন ব্যবসায়ী। নাম জানাতে অস্বীকার করা ওই ব্যক্তি বলেন,‘ভাই আমি ব্যবসা করি, আমার বিবেক আছে। কেন আমি বয়স্ক ভাতার টাকা নিব ?  টাকা আসার পর এক ব্যক্তি আমাকে ফোন করে বলেন সেটি বয়স্ক ভাতার টাকা ভুল করে গেছে। এরপর আমি তাকে ফেরৎ দিয়েছি। এখন অনেকেই বিষয়টি নিয়ে ফোন করছেন, সেটি আমার সন্মানে লাগছে।’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,‘সংশ্লিষ্ট অফিস নম্বরটি ঠিক করে নিলেতো আর সমস্যা হয় না। কিন্তু তারা কেন ঠিক করছেন না, বিষয়টা বুঝছি না।’

জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের আট নম্বর ওয়ার্ডের সদস্য জাহেরুল ইসলাম বলেন,‘ভাতার টাকা অনলাইন হওয়ার পর বেশ কয়েক জন প্রথম ধাপের টাকা পাননি আমার ওয়ার্ডের। পরে যোগাযোগ করার পর অনেই দ্বিতীয় ধাপের টাকা পেয়েছেন। এখনো কারো সমস্যা থাকলে সমাজসেবা অফিসে যোগাযোগ করার জন্য পরামর্শ দিচ্ছি।’

এবিষয়ে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম বলেন,‘এ ভুলের আমি কোন দায় নিব না।’ এ বিষয়ে সরাসরি কিছু বলতে না চাইলেও বিভিন্ন কথার ফাঁকে তিনি বলেন, ‘উপকারভোগিরা যেভাবে নম্বর দিয়েছেন সেভাবে আমারা তালিকা করে পাঠিয়েছি। উপকারভোগির সংখ্যা অনেক, দুই একটি ভুল হলেও হতে পারে। অভিযোগ দিলে সেটি আমরা ঠিক করে দিচ্ছি।’

উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া গ্রামের আট নম্বর ওয়ার্ডের একটি পাড়ায় এক সঙ্গে অনেক মানুষের একই ভুলের ব্যাপারে তিনি বলেন,‘বিষয়টি আমার জানা নেই।’

উল্লেখ্য, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ডোমার উপজেলার বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাভোগির সখ্যা ১৬ হাজার ৭৮৮ জন। এর মধ্যে বসয়স্ক ভাতাভোগি ৮ হাজার ৪৭৮ জন, বিধবা ভাতা ৪ হাজার ৫২৪ জন, প্রবিন্ধী ভাতাভোগি ৩ হাজার ৭৮৬ জন।


পুরোনো সংবাদ

নীলফামারী 2374316954623461010

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item