বীরগঞ্জের প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ


হাসান জুয়েল, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি ॥-
  দিনাজপুরের বীরগঞ্জে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মান মজুরী বিতরণ করা হয়েছে।


১৯ সেপ্টেম্বর ২০২১ রোববার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ) এর আয়োজনে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মান মজুরী বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, সত্যিকার অর্থে বিএনপি'র কোন রাজনৈতিক দর্শন নেই। বিএনপির রাজনৈতিক আদর্শ লাশবিহীন কবর জিয়ারতের মতোই। পঁচাত্তরের জোরপূর্বক ক্ষমতা দখলের পরে জিয়াউর রহমান রাজাকার পূনর্বাসনের দায়িত্ব নিয়েছিলেন। পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়নের জন্য তিনি পাকিস্তানি নাগরিক গোলাম আযমকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেছিলেন। মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষতবিক্ষত করার জন্য জিয়াউর রহমান ক্ষমতায় আসীন হন এবং বহুদলীয় গণতন্ত্রের কথা বলে তিনি জামায়াতকে পুনর্বাসিত করেন।

 

তিনি আরও বলেন, জিয়া ক্ষমতা দখলের পর মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়। মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম পাঠ্যপুস্তক থেকে সরিয়ে নেওয়া হয়। সেনাবাহিনীতে চাকরিরত মুক্তিযোদ্ধাদের খুঁজে খুঁজে জিয়া তাদের ফাঁসি দিয়ে হত্যা করেন। এক কথায় রাজনীতিকে কুলুষিত করার সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন জিয়াউর রহমান।


এসময় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬৬ পরিবারের মাঝে এক বান করে ৬৬ বান ঢেউটিন ও ৩ হাজার টাকা করে ১ লাখ ৯৮ হাজার টাকার চেক বিতরণ করেন এমপি গোপাল।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, উপজেলা কৃষি অফিসার আবুরেজা মো. আসাদুজ্জামান, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা সমাজসেবা অফিসার সাওয়ার মুর্শিদ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সানাউল্লাহ, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর কাশেম লালু প্রমূখ।


পুরোনো সংবাদ

দিনাজপুর 3948959182302583649

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item