জলঢাকায় উপজেলা পুষ্টি কমিটির সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা ও পুরস্কার বিতরনী   অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে  উপজেলা পরিষদ হলরুমে ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ও কেয়ার বাংলাদেশ, প্লান বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়িত জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রেশন আউটকাম (জানো) প্রকল্পের সহায়তায় এ সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময়  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম,  উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা মৎস্য কর্মকর্তা লিসমা হাসান,     উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মীর হাসান আল বান্না, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার বদিউল আলম ও ইউনিয়ন কো-অর্ডিনেটর খুরশিদা রহমান প্রমুখ। শেষে উপজেলার ৪৬ টি স্কুলে অনুষ্ঠিত ভার্চুয়াল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ৯ জন করে মোট ৫১৪ জন শিক্ষার্থীর মাঝে  পুরষ্কার বিতরন করা হয়। এসময় সভাপতি ইউএনও মাহবুব হাসান মা ও শিশুর যেন পুষ্টিকর খাবারের অভাব না হয় সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহবান জানান। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও পুষ্টি কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 2878177453877826690

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item