সৈয়দপুরে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির (গ্রাসরুটস্) ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এ উপলক্ষে সংগঠনের নীলফামারী জেলা কমিটির উদ্যোগে সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে নারীদের সমঅধিকার সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের সাহেবপাড়াস্থ রেলওয়ে মূর্তজা মিনায়তনে ওই আলোচনা সভা আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জলঢাকার ব্যারিষ্টার তুরীন আফরোজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিষ্টার ড. তুরীন আফরোজ।
এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহ্জাদী, বিসিক নীলফামারী জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা মো. মশিউর রহমান ও তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির নীলফামারী জেলা কমিটির উপদেষ্টা মো. রুহুল আলম মাস্টার।
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির নীলফামারী জেলা কমিটির সভাপতি মোস্তাফিজা হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জেসমিন বেগম।
এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের সৈয়দপুর শাখার ব্যবস্থাপক মো. রবিউল আলম,শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৈয়দপুর শাখার ব্যবস্থাপক মো. শামীম আহমেদ,সংগঠনের রংপুর কমিটির সাংগঠনিক সম্পাদক তাহমিনা বেগম,নারী উদ্যোক্তা আসমা বেগম, নারী সাংবাদিক মেহেরুন্নেসা প্রমূখ। গোটা আলোচনা সভাটি উপস্থাপনা করেন শারমিন আক্তার ঝর্ণা।
এর আগে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৈয়দপুর শহরের শেরে বাংলা সড়কের সৈয়দপুর প্লাজা মার্কেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ করে স্থানীয় রেলওয়ে মূর্তজা মিলনায়তনে গিয়ে শেষ হয়েছে। উক্ত র্যালিতে সংগঠনের বিপুল সংখ্যক তৃনমূল নারী উদ্যোক্তা সদস্যরা অংশ নেন।