পঞ্চগড়ে ভারী বর্ষনে সেতুর সংযোগ সড়ক ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে মিলগেট ,মাড়েয়া হয়ে দেবীগঞ্জ যাতায়াতের সড়কটি বোদা উপজেলার মানিকপীর ভক্তেরবাড়ী এলাকায় ছেদনাই নদীর পানির তীব্র স্রোতের কারণে সেতুর এপ্রোচ সড়ক ভেঙ্গে গেছে।
যে কারণে ওই সেতুর উপর দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ।
শুক্রবার বিকালে সড়কটি ভেঙ্গে যাওয়ায় পর পরই জেলা প্রশাসক ও সড়ক বিভাগের ঊর্ধতন কর্তৃপক্ষরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বোদা উপজেলার বনগ্রাম বেংহারি ইউনিয়নের ভক্তেরবাড়ি খালপাড়া এলাকায় ছেদনাই নদীর তীব্র স্রোতের কারণে সেতুর এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে ওই এলাকার হাজারো মানুষ জেলা ও উপজেলা শহরে যাতায়াত করতে পারছেনা। এতে চরম দুর্ভোগে পড়েছে ভাঙ্গা রাস্তার দু'পাশের মানুষ। এলাকাবাসী দ্রুত সময়ে সড়কটি সংস্কার করার জোড় দাবি জানিয়েছেন ।
ইছাহাক আলী জানান , এই এলাকার হাজারো মানুষের বসবাস। সেতুর এপ্রোচ সড়কের অংশ ভেঙ্গে যাওয়ার কারণে চলাফেরা করতে পারছিনা। অতি কষ্টে আমাদেরকে চলাচল করতে হচ্ছে। সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
পথচারী আকবর আলী জানান, সড়ক ভেঙ্গে যাওয়ায় সরাসরি চলাচল বিছিন্ন হয়ে গেছে। শহরে ৫ কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হচ্ছে শহরে। এতে ব্যবসায়ীসহ সকল মহল মারাত্মক সমস্যার সম্মুখীন হয়ে পড়েছে। সড়ক বিভাগের উপ সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম জানান, সেতুটি ভেঙ্গে পড়ার খবর পেয়ে বড়ধরনের দুর্ঘটনা এড়াতে ওই সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। আপাদত যানবাহন চলাচলের জন্য বেইলী সেতু নির্মান করা হবে।