পার্বতীপুরে রেলপথের খুচরা যন্ত্রাংশসহ গ্রেফতার-২
এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে রেলপথের খুচরা যন্ত্রাংশসহ ২জনকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুুলিশ। আজ শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পার্বতীপুর রেলওয়ে জংশনের উত্তর প্রান্তের রেলওয়ে লোকোসেডের পিছনের রেলপথ থেকে চোরাই যংন্ত্রাংশসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ্্ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর রেলওয়ে থানার এসআই মোঃ সাজিদুল ইসলামের নেতৃত্বে একদল রেলওয়ে পুুলিশ রেলওয়ে ওয়ে বিভাগের কর্মীদের সহযোগীতায় পার্বতীপুর রেলওয়ে জংশনের উত্তর প্রান্তের রেলওয়ে লোকোসেডের পেছনের রেলপথে রেলপথের খুচরা যংন্ত্রাংশ চুরি করার সময় সাজিদুর রহমান সুমন (২২) নামক এক যুবককে হাতে-নাতে গ্রেফতার করে। সে পার্বতীপুর শহরের পুরাতন বাজার (তিলাই নদীল পাড়) এলাকার মোঃ জলিলের পুত্র। তার তথ্য মোতাবেক রেলওয়ের চোরাই যন্ত্রাংশ ক্রেতা ভাংরী ব্যবসায়ী মোঃ শাহিনুল ইসলাম শাহিন (৫৫) কে শহরের নতুন বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে পার্বতীপুর শহরের মোজাফফ্্র নগর এলাকার মৃত আমিনুর রহমানের পুত্র। গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৯৬ টি রেল লাইনের লোহার পেন্ড্রোল ক্লিপ, ৩ টি লোহার ফিস বোল্ড ও ১৮ ইঞ্চি লম্বা ও ৪ ইঞ্চি খাড়া একটি রেল লাইনের পাত উদ্ধার করা হয়। যারর মুল্য ৩১ হাজার ২শ টাকা।
এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানার দন্ডবিধি ৩৭৯/৪১১ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।