পার্বতীপুরে মাদক সেবনের দায়ে একজনের ৯ মাসের কারাদন্ড


এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে এলাকায় মাদক সেবনের দায়ে একজনকে ৯ মাসের কারাদন্ড ও নগদ ১শ’ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ শনিবার সকালে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক পার্বতীপুরের সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রীতম সাহা এই দন্ড প্রদান করেন। 

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ্্ আল-মামুন জানান, পার্বতীপুর রেলওয়ে থানার সাব-ইন্সপেক্টর দেওয়ান জিয়াউর রহমানসহ একদল রেলওয়ে পুলিশ ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারকের নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে আজ শনিবার সকালে পার্বতীপুর  রেলওয়ে সাহেবপাড়া এলাকার একটি বাসায় মাদক সেবনের সময় মাদকদ্রব্যসহ মোঃ হিরু হোসেন ওরফে হিরা (৩০) কে হাতে-নাতে আটক করে। সে পার্বতীপুর রেলওয়ে সাহেপাড়া এলাকার মৃত দুুলাল হোসেনের পুত্র। ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক মাদক সেবনের দায়ে হিরুকে ৯ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ১শ’ টাকা অর্থদন্ড দেন। সাজাপ্রাপ্তকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদক সেবনের দায়ে দন্ডপ্রাপ্ত হিরুর বিরুদ্ধে পার্বতীপুর রেলওয়ে থানায়, মডেল থানা ও বদরগঞ্জ থানায় বিভিন্ন অপরাধে ৬ টি মামলা রয়েছে বলে রেলওয়ে থানার ওসি জানিয়েছেন।


পুরোনো সংবাদ

নির্বাচিত 7981252904917380710

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item