ডোমার পৌরসভায় খাদ্য সামগ্রী বিতরণ


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে পৌরসভা এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসাবে চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) সকাল ১১টায় ছোটরাউতা ইসলাম পাট প্রেসে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।

তদারকি কর্মকর্তা হিসাবে দ্বায়িত্বে ছিলেন, উপজেলা বরেন্দ্র বহুমূখি উন্নয়ন কর্মকর্তা মেহফুজুর রহমান, ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, হলহলিয়া সপ্রাবি’র প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী।  এ সময় প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা, আখতারুজ্জামান সুমন, মিজানুর রহমান তুলু, শফিক বীন মোর্শেদ তরুন, শামসুল আলম, সামিউল হক, ভারতি রানী প্রমূখ উপস্থিত ছিলেন।


মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু জানান, করোনাভাইরাস মোকাবেলার লক্ষ্যে ২০২০/২০২১ বছরের উন্নয়ন সহায়তা থোক বরাদ্দ খাতের কোভিট ১৯ (করোনা) মোকাবেলায় উপ-খাত হতে ১০ মেঃটন চাল জন প্রতি ১০ কেজি করে মোট ১ হাজার পরিবারের মাঝে বিতরণ করা হয়। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া করোনাভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় এর আগেও পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডের হাজারো মানুষের মাঝে একাধীকবার ত্রাণ সামগ্রী হিসাবে চাল, ডাল, আলু, মাস্ক, সাবানসহ নগদ অর্থ বিতরণ করা হয়েছে। করোনা মোকাবেলায় প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাহিরে না গিয়ে সার্বক্ষনিক মাস্ক পরিধান করে, সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে করোনা টিকা নেয়ার পরামর্শ প্রদান করেন তিনি। 


পুরোনো সংবাদ

নীলফামারী 5824316044946212864

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item