তেতুলিয়ায় পল্লী বিদ্যুতের উপকেন্দ্র উদ্বোধন
সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়:
পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্ধোধন করা হয়েছে। বুধবার (২৫ আগস্ট) দুপুরে দেবনগড় এলাকায় আনুষ্ঠানিক ভাবে বিদ্যুৎ উপকেন্দ্র টি উদ্বোধন করেন, মোঃ মজাহারুল হক প্রধান সাংসদ পঞ্চগড় -১।
এ উপলক্ষে ঠাকুরগাঁও পল্লি বিদ্যুৎ সমিতির আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, এস এম শফিকুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহাবুবুর রহমান ডাবলু, তেঁতুলিয়া মডেল থানার ( ভারপ্রাপ্ত) কর্মকর্তা আবু সায়েম মিয়া, নির্বাহী প্রকৌশলী ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি রবিউল ইসলাম ,
ঠাকুরগাঁও পল্লি বিদ্যুৎ সমিতির জিএম আবু আশরাফ মোহাম্মদ সালেহ,
পঞ্চগড় জোনাল অফিসের ডি জি এম মেহেদী হাসান, এজি এম ও এন্ড এম পঞ্চগড় মাসুদ রানা
সহ ইউপি চেয়ারম্যান ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৫ জুন ২০২০ সালে সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে ১০ এম ভি এ বিদ্যুৎ উপকেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছিল। এ প্রজেক্ট ব্যয় ধরা হয়েছে প্রায় আট কোটি টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ মজাহারুল হক প্রধান বলেন তেতুলিয়াবাসীর দীর্ঘদিনের দাবী পুরন হয়েছে। বিদ্যুৎ উপকেন্দ্র টি চালু হওয়ার ফলে বিদ্যুতের সমস্যা সমাধান সহ শিল্প ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।