পার্বতীপুরে মোটরসাইকেল চুরির চেষ্টার অভিযোগে একজনের দেড় বছরের কারাদন্ড


এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে মোটরসাইকেল চুরির চেষ্টার অভিযোগে একজনকে দেড় বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রীতম সাহা এই কারাদন্ড প্রদান করেন। কারাদন্ডপ্রাপ্তকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ্্ আল-মামুন জানান, আজ বুধবার দুপুরে পার্বতীপুর রেলওয়ে শহরের শহীদ মিনার এলাকায় লক করে রাখা একটি মোটরসাইকেলের লক ভেঙ্গে চুরির চেষ্টাকালে এলাকাবাসীর সহযোগীতায় পার্বতীপুর রেলওয়ে থানার সাব ইন্সপেক্টর আবু সাইদের নেতৃত্বে একদল রেলওয়ে পুলিশ মোঃ সাজু (৩৭) কে হাতে-নাতে আটক করে। সে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলাধীন সরকারপাড়ার আব্দুস সাত্তারের পুত্র। ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আদালতের বিজ্ঞ বিচারক মোটরসাইকেল চুরির চেষ্টার অভিযোগে মোঃ সাজুকে দেড় বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। 


পুরোনো সংবাদ

নির্বাচিত 1688366096406641899

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item