পঞ্চগড় চিনিকলে চুক্তিভিত্তিক শ্রমিক ছাটাই বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়:
রাষ্ট্রীয় ১৫টি চিনিকলের মধ্যে পঞ্চগড়সহ ৬ টি চিনিকলের আখ মাড়াই বন্ধ হওয়ায় পঞ্চগড় চিনিকলে কর্মরত চুক্তিভিত্তিক শ্রমিক ছাটাই বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পঞ্চগড় চিনিকল চত্বরে ছাটাইকৃত শ্রমিকদের উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে মমতার বন্ধনে আঁকড়ে ধরে চিনিকলে কাজ করে আসছিলো, এরই স্বল্প উপার্জনে পরিবার পরিজন নিয়ে জীবন নির্বাহ করা হতো। অথচ আজ চুক্তি ভিত্তিক শ্রমিকদের ছাটাই করে দেয়ার পর স্ত্রী- সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছে তারা।
তাই এ সকল শ্রমিকদের পরিবারের কথা বিবেচনা করে শ্রমিক ছাটাই না করে পর্ণবহাল রাখার দাবি জানায়।
বক্তারা আরও যদি এর মধ্যে শ্রমিক ছাটাই বন্ধ না হয়, তাহলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এসময় বক্তব্য রাখেন, চুক্তিভিত্তিক শ্রমিক সংঠনের সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক সামসুল হক, সম্রাট শামিম আকতার, বুলেট হোসেনসহ অনেকে।