ডোমারে পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়ের বিদায় সংবর্ধনা
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদের রায়ের বদলী জনিত কারণে ডোমার রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার (২২জুন) সন্ধ্যায় ডোমার থানায় তদন্ত অফিসারের কক্ষে আনুষ্ঠানিক ভাবে ফুলের শুভেচ্ছা দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়। এ সময় ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ্য শাহিনুল ইসলাম বাবু, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি প্রভাষক আবু ফাত্তাহ কামাল পাখী, হরিণচড়া বিএম কলেজের অধ্যক্ষ্য মেহেদী হাসান মুক্তি, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান মানিক, সহ-সম্পাদক রবিউল হক রতন, সাহিত্য বিষয়ক সম্পাদক মোসাদ্দেকুর রহমান সাজু প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- বিশ্বদেব রায় নীলফামারীর জলঢাকা থানা থেকে এসে গত ১৩/১০/২০১৮ইং তারিখে ডোমার থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) অফিসার হিসাবে যোগদান করেন। দীর্ঘ দুই বছরের কর্মজীবনে সফলতার সাথে দায়ীত্ব পালন করে এলাকায় মাদক, জুয়া, হত্যা মামলাসহ জমি সংক্রান্ত বিষয়ে ব্যাপক ভুমিকা রাখেন তিনি। বিশেষ করে গত মে মাসে চাঞ্চল্যকর ডোমারের মাদক সম্রাট রুপার স্বামী চিহিৃত মাদক কারবারি মিজানুর রহমান হত্যা মামলার রহস্য উৎঘাটন ও ৭২ ঘন্টার মধ্যে হত্যাকেন্ডর সাথে জড়িত মূল আসামি আবু তালেব ও আব্দুস সালাম (পিনকোড বাবু) গ্রেফতার সংক্রান্তে নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম,পিপিএম) মহোদয়ের কাজ থেকে গত ৭জুন পুরস্কার গ্রহন করেন তিনি। বুধবার জেলার ডিমলা থানায় যোগদান করেন বলে জানা যায়।