চিলাহাটিতে অপহরণ মামলার দেড় মাস পর আসামি গ্রেফতার ও মেয়ে উদ্ধার


এ.আই,পলাশ.চিলাহাটি প্রতিনিধিঃ
নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে অপহরন মামলার দেড় মাস পর আসামী নুর জামান (২২) কে গ্রেফতার ও মেয়েকে উদ্ধার করা হয় । বুধবার (২৩ জুন) ভোরের দিকে পঞ্চগড় জেলার বদেশ্বরী এলাকা থেকে তাদের গ্রেফতার ও উদ্ধার করা হয়। জানা যায়, পূর্ব ভোগডাবুরী পুসনাবান এলাকার ওয়াজেদ আলীর পুত্র নুর জামান (২২) গত ১১/০৫/২০২১ইং তারিখে একই ইউনিয়নের আলেয়ার মোড় এলাকার সপ্তম শ্রেণীর ছাত্রীকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। এ ব্যাপারে ছাত্রীটির  পিতা ১৭/০৫/২০২১ইং তারিখে ডোমার থানায় উপস্থিত হয়ে নুর জামানকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা নং-৮। দীর্ঘ দেড় মাস উভয়ে আত্মগোপনে থাকার পর বুধবার ভোরের দিকে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে তার ফোর্স সহ বিশেষ অভিযান চালিয়ে পঞ্চগড় জেলার বদেশ্বরী এলাকা থেকে অপহরণকৃত আসামি ও মেয়েকে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,“দীর্ঘদিন ধরে এরা দুজনেই চিটাগাং সহ বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকার পর নিজ এলাকায় আসার চেষ্টাকালে গোপন সংবাদের ভিত্তিতে আসামীকে গ্রেফতার ও মেয়েটিকে উদ্ধার করা হয় ”। এ ব্যপারে অপহরণকৃত আসামি নুর জামানের সাথে কথা বলে জানা গেছে,মেয়েটির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। আর সেই সুবাদে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে অজানা উদ্দেশ্যে পারি জমায়। অপরদিকে ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের সাথে যোগাযোগ করে হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,“মেয়েটিকে মেডিকেল পরীক্ষার করার জন্য নীলফামারী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসার পর ব্যবস্থা গ্রহন করা হবে”।


পুরোনো সংবাদ

নীলফামারী 6561792733881491923

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item