চিলাহাটিতে করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী সহায়তা প্রদান


আশরাফুল হক কাজল-
নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) সকালে দাতা সংস্থা একশনএইড বাংলাদেশ এর সহায়তায় উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)  এই সহায়তা প্রদান করা হয়। । এ্যাকসন ফর ইমপ্যাক্ট (এ ফোর ওয়ান) প্রকল্পের আওতায় এই সহায়তার ব্যবস্থাপনায় ছিল ভোগডাবুড়ি,কেতকীবাড়ি,গোমনাতী ও বামুনিয়া ইউনিয়নের যুব সংগঠন সমূহ।  চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় মাঠে ১৩৩ জন উপকারভোগীকে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য ও সুরক্ষা সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে। উপস্থিত ছিলেন, উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)  এর নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী,যুব উন্নয়ন অধিদপ্তর ডোমার উপজেলার ক্রেডিট সুপার ভাইজার হাবীব মর্তুজা,যুব প্রচেষ্টার সভাপতি, মোকাদ্দেস লিটু প্রমূখ।

সহায়তার মধ্যে ছিল চাল (২৮) ২৫ কেজি,মসুর ডাল ৩ কেজি, সয়াবিন তেল ৫ লিটার, লবন(কনফিডেন্স) ২ কেজি, আটা (এসিআই) ৩ কেজি, আলু ৩ কেজি, পিঁয়াজ ৩ কেজি, মেরিল সাবান ১০০ গ্রাম ২টি, মিনি সাবান ৪টি, ১২ প্যাকেটের এক প্যাকেট নেক্সাস বিস্কুট, সেপনিল হ্যান্ড স্যানিটাইজার ১টি, ডিটারজেন্ট পাউডার ১ কেজি, ৮ পিচ প্যাকেটের ন্যাপকিন চার প্যাকেট।


পুরোনো সংবাদ

নীলফামারী 2140892447889696523

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item