জলঢাকায় কৃষকদের মাঝে শবজি বীজ, গাছের চারা ও সার বিতরণ


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় অনাবাদি পতিত জমি  ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ২১ জন কৃষকের মাঝে শবজি বীজ, গাছের চারা ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা কৃষি দপ্তর চত্বরে এসব কৃষকের হাতে ৭ প্রকারের শবজি বীজ, ৫ জাতের গাছের চারা, ১৫ কেজি রাসায়নিক সার, ১২ কেজি ভার্মি কম্পোস্ট ও ৫ কেজি জৈব সার তুলে দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহাদাৎ হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শাহ মোঃ  মাহমুদুল হক,      উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মীর হাসান আল বান্না, আহসান হাবীব প্রমুখ। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কৃষক পরিবারের পুষ্টির চাহিদা পুরনে বাড়ির আশে পাশের সবধরনের অনাবাদি ও পতিত জমিতে পুষ্টি বাগান করার জন্য কৃষকদের আহবান জানিয়েছেন। এজন্যই এসব পারিবারিক পুষ্টি বাগানে লাল শাক, ঢেঁড়স, কলমী, ডাটা, লাউ, করলা, পেপে, লেবু, পেয়ারা, ডালিম ও আমড়ার চারা প্রদান করা হয়। তারা দেড় শতক জমিতে এই শবজি বাগান করবে। উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্দোগে এসব উপকরণ বিতরন করা হয়।###

পুরোনো সংবাদ

নীলফামারী 6302436695527996050

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item