রংপুর হরকলিতে সাদ এরশাদ এমপি’র দেয়া সড়কের কার্পেটিং এর কাজ সম্পন্ন


এসএম রেদোয়ান বিন সেলিম রুহিত,পাগলাপীর ঃ
রংপুর সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও প্রয়াত রাষ্ট্রপতি হোসেইন মুহাম্মদ এরশাদ পুত্র রাহগির আলমাহি সাদ এরশাদ এমপি’র দেয়া  রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হরকলি ব্রিজের পাড় হতে বালাপাড়া জামে মসজিদের সামন পর্যন্ত মমিনপুর যাওয়া এক কিলোমিটার সড়কের কার্পেটিং এর কাজ সম্পন্ন হয়েছে। গত ২১ জুন শেষ হয় সড়কটির কার্পেটিং এর কাজ। উক্ত সড়কের কার্পেটিং এর কাজ (পাকাকরন) সম্পন্ন করতে এমপি রাহগির আল মাহি সাদ এরশাদ বরাদ্দ দেন ৮১ লক্ষ টাকা। মেসার্স পারভেজ কন্সট্রাকশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান সড়কের কার্পেটিং পাকাকরন কাজ বাস্তবায়ন করেন। এদিকে পাগলাপীর হরকলি হাট হতে মমিনপুর যাওয়া সড়কের কার্পেটিং পাকাকরন কাজ সম্পন্ন হওয়ায় সড়কে চলাচলরত হরিদেবপুর ও মমিনপুর দুই ইউনিয়নের ভূক্তভোগী সাধারন মানুষজনের মাঝে বিরাজ করছে স্বস্তি। স্বরজমিনে মমিনপুর ইউনিয়নের জাপা নেতা ইউনুছ, মহেশপুরের বেলাল, সাজু, সাদ্দাম, হরিদেবপুর ইউনিয়নের গোলজার, তপন সহ দুই ইউনিয়নের বিভিন্ন মহল সাংবাদিককে বলেন হরকলি মমিনপুর যাওয়া সড়কটি পাকাকরনের ফলে হরিদেবপুর মমিনপুর দুই ইউনিয়নের মানুষজনের আর্থ সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে ব্যাপক বিপ্লব ঘটবে। কেননা স্বাধীনতার ৫০ বৎসর ধরে এই দুই ইউনিয়নের মানুষজনকে জীবিকার তাগিদে কিংবা সংসারের টানে তাদেরকে পাগলাপীর রংপুর রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানের গন্তব্য স্থানে শলেয়াশাহ-নেকীরহাট, সেন্টারের হাট, শিবের বাজার ও কূর্শার দোলা দীর্ঘ পথ অতিক্রম করে বাড়তি ভাড়া ও অতিরিক্ত সময় ব্যয় করে যেতে হতো। তাই এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ও জাতীয় স্থানীয় অনলাইন সহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে অবশেষে সংশ্লিষ্ট রংপুর সদর-৩ আসনের এমপি রাহগির আলমাহি সাদ এরশাদ এর হস্তক্ষেপে হরকলি মমিনপুর যাওয়া সড়কটি কার্পেটিং পাকাকরন  হওয়ায় হরিদেবপুর মমিনপুর দুই ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে বিরাজ করছে আনন্দের বন্যা। এজন্য দুই ইউনিয়নের ভূক্তভোগী সাধারন মানুষজন এমপি রাহগির আলমাহি সাদ এরশাদ এর দীর্ঘায়ু ও উত্তোরত্তর সাফল্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। উল্লেখ্য ২৫শে এপ্রিল ২০২১ইং হরকলি মমিনপুর যাওয়া সড়কটি কার্পেটিং পাকাকরন কাজের উদ্ধোধন করা হয়। 


অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item