সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের বৃক্ষরোপন কর্মসূচি
তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। শনিবার দুপুরে শহরের বিমানবন্দর সড়কে কলেজ চত্বরে ওই বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক ফলদ চারা গাছ রোপন করে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এ সময় কলেজের প্রভাষক এরশাদ আলী মন্ডল, প্রভাষক কাজী আজিজ, সিনিয়র সহকারি শিক্ষক মো. সাদেকুল ইসলাম, প্রতিষ্ঠানের প্রাক্তণ শিক্ষার্থী তাপস রায়, মশিউজ্জামান শৈবাল, মাজেদুল ইসলাম, মুসা সরকার, মেরাজ উদ্দিন উপস্থিত ছিলেন।
কলেজ সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে কলেজ চত্বরে ফলদ, ওষুধি ও ফুলের ৫০টি গাছের চারা রোপন করা হবে।