পার্বতীপুরে নমুনা শস্য কর্তন শুরু, বাম্পার ফলনের সম্ভাবনা
এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
চলতি ইরি-বোরো মৌসুমে দিনাজপুরের পার্বতীপুরে শস্য কর্তন শুরু হয়েছে। আজ রবিবার সকালে পার্বতীপুর উপজেলার বিভিন্ন এলাকার শস্য ক্ষেতে উপস্থিত থেকে নমুনা শস্য কর্তনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান খান।
পার্বতীপুর উপজেলা কৃষি দপ্তর সুত্রে জানা গেছে, চলতি ইরি-বোরো মৌসুমে পার্বতীপুর উপজেলায় ২২ হাজার ৭শ’ ৩৬ হেক্টর জমিতে ইরি-বোরো আবাদ করা হয়েছে। এই আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল ২১ হাজার ৩শ’ ৬৯ হেক্টর জমিতে। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ হয়েছে বেশী জমিতে। এবারের আবাদও হয়েছে বেশ ভালো। ফলে কৃষকেরা বাম্পার ফলনের আশা করছেন। ধানের বাজার দরও বেশ ভালো। সব মিলিয়ে এই এলাকার কৃষকেরা ফুরফুরে মেজাজে রয়েছে।
পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান খান বলেন, ইতিমধ্যেই নমুনা শস্য কর্তন শুরু হয়েছে, আবহাওয়া অনুকুলে থাকলে এবারে ইরি-বোরোর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।