মুসলিম এইড-ইউকে’র উদ্যোগে সৈয়দপুরের খাতামধুপুর ইউনিয়নে ৬৮ জন দুস্থের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ


তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

আন্তর্জাতিক সংস্থা মুসলিম এইড-ইউকে’র নীলফামারীর সৈয়দপুরে খাতামধুপুর ইউনিয়নের ৬৮ জন অসহায়, দুস্থ মানুষের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) পবিত্র রমজান মাস উপলক্ষে সংস্থার বাংলাদেশ রমজান খাদ্য কর্মসূচি-২০২১ এর অধীনে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

খাতামধুপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে খাতামধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরী উপস্থিত থেকে অসহায়, দুস্থদের হাতে ওই খাদ্য সামগ্রী তুলে দেন।

এ সময় আন্তর্জাতিক সংস্থা মুসলিম এইড-ইউকে, বাংলাদেশ ফিল্ড অফিস ঢাকা’র সিনিয়র অফিসার হিউম্যানিটারিয়াল খন্দকার আব্দুল কাদের রাজু, সংস্থার সৈয়দপুর টেকনিক্যাল এন্ড ভোকেশন এডুকেশন সেন্টারের প্রিন্সিপাল মো. রিপন মিয়া,এডমিশন/ ফ্রন্ট ডেক্স অফিসার মো. আখতারুজ্জামান হেলাল, সৈয়দপুর খাতামধুপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

ওই দিন উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ৬৮জন অসহায়, দুস্থ মানুষের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়েছে।

 এর আগে গত বুধবার (২১ এপ্রিল) সংস্থার উল্লিখিত কর্মসূচির আওতায় সৈয়দপুর উপজেলার  তিন নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নের ১০৭ জন অসহায়, দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত দুইদিনে  বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, মোটা চাল ১৫ কেজি, চিকন চাল ১ কেজি, সোয়াবিন তেল ২ লিটার, মশুর ডাল ২ কেজি, লবন ১ কেজি, ছোলা ১ কেজি, খেজুর এক কেজি ও গুঁড়ো দুধ ৫০০ গ্রাম।


পুরোনো সংবাদ

গাইবান্ধা 8825124660897877228

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item